Header Ads

Header ADS

মানবতার দেয়াল,কুমিল্লা

মানবতার দেয়াল। আপনার অপ্রয়োজনীয় জিনিস রেখে যান, আপনার প্রয়োজনীয় জিনিস নিয়ে যান। নগরীর ধর্মসাগরের দক্ষিণ পাশের ফটকে প্রবেশের সাথে সাথে হাতের বামদিকের দেয়ালে এমন একটি আবেদনের বাক্য দৃষ্টিতে পড়বে। গতমাসের শুরুর দিকে কুমিল্লায় প্রথমবারের মতো চালু হয়, এই মানবতার দেয়াল। মানবতার অভিনব উদাহরণ স্থাপন করলেন কুমিল্লার কয়েকজন যুবক। সরেজমিনে দেখা যায়, মানবতার দেয়ালে ব্যবহৃত বিভিন্ন পোষাক রাখা আছে। যার যে পোষাক পছন্দ সে তা এখান থেকে পোষাক নিচ্ছেন। মানবতার এমন দৃষ্টান্তে কোন পাহারাদার বা স্বেচ্ছাসেবীকে উপস্থিত থাকতে হয় না।
সামাজিক মাধ্যম ফেসবুকে হেল্পিং হেন্ড ফাউন্ডেশন নামের একটি গ্রুপ দিয়ে কাজ শুরু করেন তরুণ মাজেদ আল হাসান। এ গ্রুপের এডমিনদের মধ্যে রয়েছে মেহেদী আল হাসান, এস কে এম নাছির, মো. সরকার হোসেন ও রাকিব হাসান। তরুণ উদ্যোগতাদের একজন এস কে এম নাছির জানান, আমরা ১২ ডিসেম্বর কাজটি শুরু করি। আমরা নিজেরাও অপ্রয়োজনীয় কাপড় ও অন্যান্য জিনিস দান করেছি। নিজের অর্থায়নে ব্যানার তৈরি করেছি। এখন পর্যন্ত ভালই চলছে। আমাদের ইচ্ছা কুমিল্লার বিভিন্ন জনবহুল স্থানে ও স্কুল কলেজে আরো কিছু মানবাতার দেয়াল স্থাপন করা। নাছির আরো জানান, কিছু পোষাক সংগ্রহ করে এবং নতুন কিছু পোষাক ক্রয় করে, অসহায়দের মাঝে বিতরণ করা।



No comments

Powered by Blogger.