Header Ads

Header ADS

কবিতা

কবিতা

এটা একত্রিত হওয়ার সময় নয়, সুধী।
বিচ্ছিন্ন হয়ে যান
সমাজ থেকে, ঘর থেকে, প্রেমিকা ও বন্ধু থেকে নিরাপদ দুরত্বে থাকুন।
একত্রিত হট্টগোলে পূঁজি বৃদ্ধ থেকে বৃদ্ধতর হয়,
আপত্তি নেই! অথচ আপত্তি বৃদ্ধ পিতায়।
ওতে কবিতা হয়না, করতালি হয়।
এক হাতে তালি বাজেনা, কবিতা হয়।
কবিতা কখনো তালি ভিক্ষা চায় নি,
থেকে যেতে চেয়েছে,
সংক্রমিত হতে চেয়েছে।
সভার মধ্যখানে দাঁড়িয়ে অস্বীকার করুন হাসি হাসি ধান্দাবাজ মুখ,
টেবিল উল্টে দিয়ে ঘরে ফিরে আসুন,
দড়জা বন্ধ করে দিন
যেন ওইসব কীটপতঙ্গ আর কখনোই ছুঁতে না পারে আপনাকে।

No comments

Powered by Blogger.